মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৪
ডা. শফিকুর রহমান ও মাহমুদুর রহমান

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে জামিন না দিয়ে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর ঘটনাকে আশ্চর্যজনক উল্লেখ করেছেন তিনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ ড. মাহমুদুর রহমানের ওপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়।’

‘আশ্চর্য! আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনোভাবেই তা মেনে নিতে পারছি না। নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক।’

মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি জামায়াত আমিরের

জামায়াত আমির লিখেছেন, ‘তিনি স্বৈরশাসনের পুরো সময় জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন। স্বৈরাচারের হাতে (আদালত প্রাঙ্গণে) রক্তাক্ত হয়েছেন। দেশ ত্যাগে বাধ্য হয়েছেন।’

মাহমুদুর রহমানকে বীর উল্লেখ করে ডা. শফিকুর রহমান লেখেন, ‘জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। কারণ আপনি একজন বীর।’

এএএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।