সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নিহতের ঘটনায় এবি পার্টির শোক
কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানের সময় তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তারা।
শোকবার্তায় নেতারা বলেন, সন্ত্রাস নির্মূল ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। তারই অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় ডাকাতির খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল। এ সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। তার বয়স ২৩ বছর।
আরও পড়ুন
- ডাকাত দলকে তাড়া করতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ সেনা কর্মকর্তা নিহত
- ‘সোনার টুকরা ছোট ভাইটা আজ চিরতরে হারিয়ে গেলো’
মঙ্গলবার রাত ৪টার দিকে ডাকাতবিরোধী অভিযান পরিচালনাকালে তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। পরে রক্তক্ষরণে মারা যান এই এই কর্মকর্তা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথবাহিনীর অভিযান আরও জোরদার করার আহ্বান জানায় এবি পার্টি।
একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দলটি। পাশাপাশি শহীদ সেনা কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এএএম/কেএসআর/এমএস