সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নিহতের ঘটনায় এবি পার্টির শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪
লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন/ ছবি- সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানের সময় তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তারা।

শোকবার্তায় নেতারা বলেন, সন্ত্রাস নির্মূল ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। তারই অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় ডাকাতির খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল। এ সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। তার বয়স ২৩ বছর।

আরও পড়ুন

মঙ্গলবার রাত ৪টার দিকে ডাকাতবিরোধী অভিযান পরিচালনাকালে তার ঘাড়ে ছুরিকাঘাত করা হয়। পরে রক্তক্ষরণে মারা যান এই এই কর্মকর্তা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথবাহিনীর অভিযান আরও জোরদার করার আহ্বান জানায় এবি পার্টি।

একই সঙ্গে নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দলটি। পাশাপাশি শহীদ সেনা কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এএএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।