ইসলামী ছাত্র মজলিসের সভাপতি রায়হান, সেক্রেটারি ইমরান
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৪-২০২৫ সেশনের জন্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ রায়হান আলী। সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন কে এম ইমরান হোসাইন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়। এর প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
জানা গেছে, সম্মেলনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী সারাদেশের সদস্যদের প্রাপ্ত ভোটের ফলাফলের ভিত্তিতে নতুন সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। কমিশনের অন্য সদস্যরা হলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।
নব মনোনীত সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইনের পরিচালনায় সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, অধ্যাপক আব্দুল জলিলসহ অনেকে।
এএএম/এমআইএইচএস/জেআইএম