বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার হাইকমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৪
বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পসন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

আরও পড়ুন

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ।

অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পসনের সঙ্গে রয়েছেন ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশনের ডিপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে ও প্রথম সচিব লারা অ্যাডাস।

কেএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।