কুমিল্লায় খালেদার বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা


প্রকাশিত: ১০:২৩ এএম, ০৩ মে ২০১৬
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মুরাদনগর উপজেলার আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি শরিফুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

কুমিল্লার ৮নং আমলি আদালতের মুখ্য বিচারিক হাকিম বিচারক ফাহাদ বিন আমীন চৌধুরী মামলাটি আমলে নিয়ে জেলা তথ্য কর্মকর্তাকে আগামী ২ জুনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১মে সোহরাওয়ার্দী উদ্যানের এক সমাবেশে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে তার ব্যাংক অ্যাকাউন্টে আড়াই হাজার কোটি টাকা আছে বলে তথ্য যাচাই-বাছাই না করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য পরিবেশন করেন। তার ওই বক্তব্য ও বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের কারণে সজীব ওয়াজেদ জয়, মুক্তিযোদ্ধার সন্তান ও বাদীর নিজের মানহানি হওয়ায় এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবিসহ  খালেদা জিয়ার শাস্তি চেয়ে তিনি এ মামলা করেছেন।

বাদীপক্ষের আইনজীবী মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. এসটি আহম্মেদ ফয়সাল বলেন, আদালত শুনানি শেষে মামলাটি তদন্ত করার জন্য কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে কুমিল্লা জেলা তথ্য কর্মকর্তা মো. আহসানুল কবির জানান, ‘আদালতের নির্দেশনা আমরা এখনো হাতে পাইনি। আদালতের নির্দেশনা পাওয়ার পর তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কামাল উদ্দিন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।