এবি পার্টি থেকে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ
আমার বাংলাদেশ (এবি) পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি দলটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে জামায়াত থেকে পদত্যাগ করে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) লন্ডন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হয়েছে। এজন্য আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই।’
- আরও পড়ুন
পাশের দেশের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন কীভাবে ষড়যন্ত্র হচ্ছে
জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমার অধিকার কারও নেই: জামায়াত আমির
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ব্রিটেনে অবস্থান করছেন। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন।
২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। জামায়াতে সংস্কারের তাগিদ দিয়েছিলেন তিনি। বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছিলেন ব্যারিস্টার রাজ্জাক।
এএএম/কেএসআর/জেআইএম