সাতক্ষীরায় বিএনপির সমাবেশ, জানেন না জেলা আহ্বায়ক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০ এএম, ০৭ সেপ্টেম্বর ২০২৪

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার শুক্রবার রাতে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন গ্রুপে জানান, আগামী রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ২টায় সাতক্ষীরা জেলার কলারোয়া ফুটবল মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন সদ্য কারামুক্ত সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

তবে এই জনসভা সম্পর্কে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী কিছুই জানেন না।

জনসভার প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘কবে সমাবেশ? কিসের সমাবেশ? কারা আয়োজন করেছে আমার জানা নেই।’

কেএইচ/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।