বহিষ্কৃত বাচ্চুর দেওয়া ত্রাণের টাকা ফেরত দিলো বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৪

নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ ১১টি জেলায় চলমান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে ত্রাণ তহবিল গঠন করেছে বিএনপি। এ তহবিলে বহিষ্কৃত নেতা ফখরুদ্দিন আহমেদের দেওয়া ১০ লাখ টাকা তাকে ফেরত দিয়েছে বিএনপি।

সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি অবহিত ছিল না। এ পরিপ্রেক্ষিতে ত্রাণ তহবিলে তার দেওয়া দশ লাখ টাকা অজ্ঞাতবশত জমা নেওয়া হয়। বহিষ্কারের সংবাদ জানার পর ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে তার টাকা ফেরত দেওয়া হয়েছে।

কেএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।