পরীক্ষা বাতিল নিয়ে শিবির সেক্রেটারি

সবকিছুতেই তাড়াহুড়ো ও অস্থিরতা বাদ দিতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২১ আগস্ট ২০২৪

এইচএসসি ও আলিম পরীক্ষা বাতিল করাটা প্রাজ্ঞ সিদ্ধান্ত বলে মনে হচ্ছে না বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

তিনি বলেন, সবকিছুতেই তাড়াহুড়ো ও অস্থিরতা বাদ দিতে হবে। জাতীয় ইস্যুতে অধিকাংশের মতামত, চিন্তাশীলতা ও বাস্তবতার আলোকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাই।

বুধবার (২১ আগস্ট) জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের অফিসিয়াল পেজে এক স্ট্যাটাসে এ দাবি করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদসহ আরও কিছু স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারলে ভালো হতো। সম্প্রতি লক্ষণীয় একটি বিষয়, কথায় কথায় একটা ‘দাবি গ্রুপ’ তৈরি হয়ে যাচ্ছে। সব দাবির প্রতি সম্মান রেখেই বলছি, যেকোনো কমিউনিটিতে মেজোরিটি কী ভাবছে, তা চিন্তা না করে ‘দাবি গ্রুপের’ সব কথা আমলে নেওয়াটা যৌক্তিক মনে করি না।

এএএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।