গুম-খুনের বিচারের দাবিতে ২১ আগস্ট সারাদেশে যুবদলের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ২০ আগস্ট ২০২৪

গত ১৫ বছরের গুম ও খুনের বিচারের দাবিতে আগামী ২১ আগস্ট সারাদেশে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে যুবদলের দপ্তর সম্পাদক এমএন ইসলাম সোহেল সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম লিখিত বিবৃতিতে জানান, গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন-জখম ,২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম ও মাদরাসাছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে হাজারের বেশি শিশু-ছাত্র-যুবক হত্যা ও জখমের সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনা ও তার বাহিনীর বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

কেএইচ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।