আন্দোলনে আহতদের দেখতে মুগদা হাসপাতালে শিবির নেতারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ এএম, ২০ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতার চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখার নেতারা।

সোমবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি জাফর সাদিকের নেতৃত্বে একটি টিম মুগদা হাসপাতালে যায়।

তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এসময় মহানগর সেক্রেটারি মুজাহিদ আব্দল্লাহ-সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মহানগর সভাপতি জাফর সাদিক বলেন, দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নৃশংসতার শিকার হয়ে যারা নিহত হয়েছেন, আল্লাহ তায়ালা তাদের শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা দান করুন।

তিনি বলেন, দেশের জন্য তাদের এ আত্মত্যাগ মুক্তিকামি সব মানুষকে অনুপ্রেরণা জোগাবে। জাতির ইতিহাসে তাদের এ অবদান চির অম্লান হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

এএএম/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।