তোপের মুখে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি মাহী বি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৮ আগস্ট ২০২৪
মাহী বি চৌধুরী-ফাইল ছবি

জনতার তোপের মুখে বঙ্গভবনে প্রবেশ করতে পারেননি বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের বাইরের গেটে আসেন তিনি।

গাড়িতে মাহী বি চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হন উপস্থিত জনতা। তারা মাহীর গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন। ১০ মিনিটের মতো তারা গাড়ির সামনে দাঁড়িয়ে থাকেন। দালাল দালাল স্লোগান দেন। পরে গাড়িটি বঙ্গভবনে না প্রবেশ করে গুলিস্তানের দিকে চলে যায়।

মাহী বি চৌধুরী একসময় বিএনপির এমপি ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তার মনোনয়ন বাতিল হয়।

এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।