ড. ইউনূসের জন্য প্রস্তুত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৮ আগস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বসবাসের জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান হিসেবে তার এখানেই বসবাস করার কথা জানিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর সূত্র।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই রাষ্ট্রীয় এ অতিথিশালাটি সাজানো-গোছানোর কাজ চলছে। ভেতরে আসবাবপত্র নতুনভাবে এনেছে গণপূর্ত বিভাগ। এর আগের তত্ত্বাবধায়ক সরকার প্রধানরাও এ ভবনটিতে থেকেছেন বলে জানা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতিকে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রপতিও এতে সম্মতি দিয়েছেন। আজ দুপুরে দেশে ফিরেছেন ড. ইউনূস।

আজ রাত সাড়ে ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা।

আরএমএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।