যে কোনো সময় মুক্তি পেতে পারেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৮ পিএম, ০৫ আগস্ট ২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া/ ফাইল ছবি

যে কোনো সময় মুক্তি পেতে পারেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এ তথ্য জানান।

সোমবার (৫ আগস্ট) রাতে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মী এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শফিকুর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞাপন

jagonews24.com

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, সংসদ বিলুপ্ত, গত জুলাই থেকে যারা মারা গেছেন তাদের নিয়ে শোক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এ সময়ে যারা আটক হয়েছেন তাদের মুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।