অন্য ব্যানারে এলেও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে: ইনু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ০১ আগস্ট ২০২৪
হাসানুল হক ইনু/ফাইল ফটো

যে ব্যানারেই আসুক না কেন জামায়াতের রাজনীতি মোকাবিলা ও নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (১ আগস্ট) সরকারের নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার পর এক প্রতিক্রিয়ায় জাগো নিউজের কাছে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু বলেন, ‘জামায়াত ও ইসলামী ছাত্রশিবির সাম্প্রদায়িক গণহত্যার সঙ্গে জড়িত এবং তার সমর্থকের দল। স্বাধীন বাংলাদেশেও তাদের চরিত্র বদলায়নি। তাদের কৃতকর্মের জন্য ক্ষমাও চায়নি। তারা অতীতেও ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে।’

‘গত ২০-৩০ বছর ধরে তারা একই কাজ করছে। সরকার যে পদক্ষেপ নিয়েছে আমার মনে হয় দেরিতে হলেও সঠিক পদক্ষেপ নিয়েছে। আরও আগে জামায়াতকে নিষিদ্ধ করা ভালো ছিল।’

সরকারের এই সিদ্ধান্তে জামায়াতের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশাকরি তাদের রাজনীতি নিষিদ্ধ করা পুরোপুরি সম্ভব হবে।’

অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে জামায়াতের রাজনীতির সম্ভাবনা দেখছেন কি না? এমন প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘সেটি ভবিষ্যৎ বলে দেবে। যে কোনো ব্যানারে আসুক না কেন ওই রাজনীতি মোকাবিলা করতে হবে। সেই রাজনীতিও নিষিদ্ধ হবে। জামায়াত যদি সশস্ত্র, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক রাজনীতি অনুসরণ করে তাহলে সেটিও বন্ধ করা হবে।’

রাজনীতি মোকাবিলার জন্য ১৪ দল প্রস্তুত কি না- এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘এটা এমন কোনো ব্যাপার নয় যে মোকাবিলা করা যাবে না। এত ভয় পাওয়ার কী আছে।’

এনএস/এএসএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।