জাতীয় পার্টির আয় বেড়েছে, কমেছে ব্যয়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ৩০ জুলাই ২০২৪

আয় বাড়লেও ২০২৩ সালে ব্যয় কমেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির। মঙ্গলবার (৩০ জুলাই) দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দেন।

রেজাউল ইসলাম ভূইয়া সাংবাদিকদের বলেন, ২০২৩ সালে দলের আয় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ১৩ হাজার ১৮ হাজার ৫২৫ টাকা। ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে ২ কোটি ৯ হাজার ৬১ হাজার ৩০৬ টাকা।

আরও পড়ুন:

২০২২ সালে দলটির আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮টাকা। আর ব্যয় হয়েছিল ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা।

২০২১ সালে আয় হয়েছে ২ কোটি ৯ লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। ব্যয় হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা। প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান রয়েছে।

এমওএস/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।