২০২৪-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১১ পিএম, ২৯ জুলাই ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

শায়রুল বলেন, সোমবার সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন অফিসে গিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বিজন কান্তি সরকার ও বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ হিসাব জমা দেন।

আরও পড়ুন:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির বাৎসরিক আয় ১ কোটি ১০ লাখ ৮০ হাজার ১৫১ টাকা। নির্বাহী কমিটির চাঁদা, অনুদান এবং ব্যাংক সুদ থেকে হয় এসব আয়।

বার্ষিক মোট ব্যয় হচ্ছে ৩ কোটি ৬৫ লাখ ২৩ হাজার ৯৭০ টাকা। অফিস স্টাফদের বেতন, পোস্টার, লিফলেট ছাপানো, ইউটিলিটি বিল, পত্রিকায় বিজ্ঞাপন, ইফতার পার্টি ও নেতাকর্মীর সহায়তায় ব্যয় করা হয় এসব অর্থ।

মোট লোকসানের পরিমাণ হচ্ছে ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৮১৯ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 কেএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।