বাড্ডায় শিক্ষার্থীদের আন্দোলনে ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৮ পিএম, ১৮ জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে শিক্ষার্থীদের অবস্থানে উত্তপ্ত বাড্ডা। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়ক এখন শিক্ষার্থীদের দখলে। এ আন্দোলনে অংশ নিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। কিছুক্ষণ পরই শিক্ষার্থীরা জড়ো হয়ে পুলিশকে ধাওয়া দিয়ে সড়ক দখলে নেয়।

বাড্ডায় শিক্ষার্থীদের আন্দোলনে ববি হাজ্জাজ

বেলা সাড়ে ১১টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রামপুরার দিকে যেতে থাকেন। এসময় নতুন বাজার মোড় থেকে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন ববি হাজ্জাজ। তাকে রিকশায় চড়ে পতাকা নাড়তে দেখা যায়।

বাড্ডায় শিক্ষার্থীদের আন্দোলনে ববি হাজ্জাজ

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনে উত্তরা থেকে গুলিস্তান পর্যন্ত সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। রাস্তার পাশের সব দোকানপাটও বন্ধ। আতঙ্কে পথচারীদের দিগ্বিদিক ছোটাছুটি করতে দেখা গেছে।

অন্যদিকে রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় ইউলুপের সামনে শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। শিক্ষার্থীরা তাদের ধাওয়া দিলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ছে। শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়ছেন।

এএএইচ/এমকেআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।