পরিচয় মিলেছে সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে নিহত যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১৭ জুলাই ২০২৪

 

কোটা ইস্যু নিয়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ছাত্রলীগের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিলেছে। নিহত যুবকের নাম সবুজ আলী। তিনি ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং কলেজ শাখার ছাত্রলীগ কর্মী। তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন।

বুধবার (১৭ জুলাই) রাত ২টায় ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থীর মৃত্যুর খবরে রাতেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন। এসময় তার সঙ্গে উত্তর ছাত্রাবাসের হল তত্ত্বাবধায়ক, শিক্ষক পরিষদ সম্পাদকসহ কয়েকজন শিক্ষক ছিলেন। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা কলেজ অধ্যক্ষ বলেন, আমরা শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনে ঢামেক হাসপাতালে এসেছি। নিহত সবুজ আমাদের শিক্ষার্থী। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে মরদেহ কীভাবে স্বজনদের কাছে হস্তান্তর করা যায় সেই প্রক্রিয়ায় যাচ্ছি।

এনএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।