চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া, থমথমে ঢাবি ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সংঘর্ষ কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
শুরুতে বিজয় একাত্তর হল ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে অংশ নিলেও পরে সব হল ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন। সংঘর্ষ কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন
- আত্মস্বীকৃত রাজাকারদের বিষয়ে ব্যবস্থা নেবে ছাত্রলীগ: কাদের
- কোটা আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন
- যারা নিজেদের রাজাকার বলে, তাদের কপালে পতাকা বাঁধার অধিকার নেই
বিজয় একাত্তর হলে ছাত্রলীগ-শিক্ষার্থী সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তারা হলেন ইসকায়া (২৪), শাহিনুর (২৪), ফাহমিদা (২১), সীমা (২১), তামান্না (২৪), সায়মা (২৫), আশিক (২৪), মাহমুদুল (২৩), ইয়াকুব (২১), কাজী নাফিজ আফজাল (২৪), মাসুদ (২৩), সাইমন রেজা (২৬), সাকিব (২২) ও জহির (২২)।
এমএইচএ/এমএএইচ/এমএস