খালেদা জিয়ার খোঁজ নিতে রাতে হাসপাতালে ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০ পিএম, ১৪ জুলাই ২০২৪
ফাইল ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সেখানে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১০টায় মির্জা ফখরুল সেখানে যান এবং দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দলটির মিডিয়া সেল সূত্র রাতে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

এর আগে দুপুরে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। প্রতিবারই তাকে হাসপাতালে জরুরিভিত্তিতে নিয়ে আসতে হচ্ছে, এটি খুবই উদ্বেগজনক। এবার হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আরও আশঙ্কাজনক।

শারীরিক অবস্থার অবনতি হলে গত ৮ জুলাই রাত সোয়া ৪টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে তিনি সেখানেই মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানে সিসিইউ-সম্বলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন

গত শুক্রবার (১২ জুলাই) রাত থেকে খালেদা জিয়ার লিভারের সমস্যা বেড়েছে, যেটিকে ‘আশঙ্কাজনক’ বলছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানিয়েছেন, গত চারদিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং দিনে দিনে অবনতি হচ্ছে। তার হার্ট, লিভারসহ শারীরিক অন্য প্যারামিটার বেশ অস্বাভাবিক। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নানাভাবে চিকিৎসা অব্যাহত রেখেছেন।

কেএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।