এরশাদের মৃত্যুবার্ষিকীতে জাতীয় ছাত্র সমাজের র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৪ জুলাই ২০২৪

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাকরাইলে শোক র‍্যালি করেছে সংগঠনটির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। র‍্যালিটি রমনা ও কাকরাইলের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার‍্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয়।

রোববার (১৪ জুলাই) দুপুরে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম খানের নেতৃত্বে শোক র‍্যালি হয়। এসময় জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি মো. আল মামুন বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের সময় কখনও প্রশ্নফাঁস তো দূরের কথা সামান্য কোন অনিয়ম হলে মন্ত্রীদের অপসারণ করা হতো ওই দিনেই। এরশাদ এমন জননন্দিত নেতা ছিলেন যে ১৯৯১ সালে ও ১৯৯৬ সালে অন্ধকার কারাগারে বসে ৫টি আসনে জয়লাভ করে এমপি হয়েছিলেন।

জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।