বিকেলে মিত্র দলগুলোর সঙ্গে বসছে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ১১ জুলাই ২০২৪

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটসঙ্গীদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রথমে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বসবে বিএনপি। এরপর এনডিএম, গণফোরাম ও পিপলস পার্টির নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করবে দলটি।

কেএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।