সাংবাদিককে মারধর: আওয়ামী লীগ নেতা আসাদকে শোকজের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৯ জুলাই ২০২৪
আওয়ামী লীগ নেতা মাহমুদুল আসাদ/ছবি সংগৃহীত

সাংবাদিক রফিকুল ইসলামকে মারধরের ঘটনায় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদকে শোকজের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শুরু হওয়ার আগে তিনি এ নির্দেশ দেন।

এদিন ওবায়দুল কাদের নিজ চেম্বারে সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলেন। এ সময় সাংবাদিকরা সোমবার (৮ জুলাই) পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আওয়ামী লীগ নেতার হাতে সাংবাদিক রফিকুল ইসলাম মারধরের শিকার হন বলে জানান ওবায়দুল কাদেরকে। তখন তিনি এ ঘটনায় দু:খ প্রকাশ করেন এবং দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অভিযুক্ত মাহমুদুল আসাদকে শোকজ করতে নির্দেশ দেন।

এ সময় ওবায়দুল কাদের নির্দেশ দেন, আজকের পর থেকে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদ যেন ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও দলীয় প্রধান শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে প্রবেশ করতে না পারেন।

কাদের বলেন, আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, সে নাকি আমার নাম ব্যবহার করেও অর্পকর্ম করছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি ও আওয়ামী লীগ বিটের সাংবাদিকরা।

এসইউজে/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।