তৃণমূল বিএনপিতে যোগ দিলেন চার দলের আড়াই ডজন নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৬ জুলাই ২০২৪
নতুনদের যোগদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল বিএনপি

তৃণমূল বিএনপিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৩০ জন নেতাকর্মী। শনিবার (৬ জুলাই) এসব নেতাকর্মীর যোগদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করে দলটি। এতে নতুন যোগ দেওয়া নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

যোগদান অনুষ্ঠানে তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

তৃণমূল বিএনপিতে যোগ দিলেন যারা

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সদ্য পদত্যাগকারী প্রেসিডিয়াম সদস্য কাজী ছাব্বীর, শেখ ইকবাল হাসান স্বপন, শেখ জামাল উদ্দিন, ফেরদৌসী আক্তার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলম, ইফতেখার উদ্দিন শিবলী, তাসমিন আহমেদ শিমুল, এস এম গফফার, যুগ্ম মহাসচিব মো. মনিরুল ইসলাম, সদস্য রোকসানা পারভীন রুপা, রোকসানা বেগম, রুহুল আমিন, রতন কৃষ্ণ হালদার, এনজিও বিষয়ক সম্পাদক আফরোজা পারভীন (মিনু), নারী ও শিশু বিষয়ক সম্পাদক গুলশান আরা নীলা, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক শামীমা বেগম শাম্মী, চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা শফি সরকার, ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক মো. সাগর, ঢাকা মহানগরের সংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রতন, রংপুর জেলার আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু।

এছাড়াও রয়েছেন ন্যাশনাল পিপলস কৃষক পার্টির যুগ্ম আহ্বায়ক মো. আরিফুজ্জামান জুলহাস, জাতীয় পার্টি (এরশাদ) যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, অগ্রণী ব্যাংক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক পার্টি (এরশাদ) সহ-সভাপতি খুশরেজা মাহমুদ, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশের (এনসিবি) সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ, প্রেসিডিয়াম সদস্য জিএসএম সেলিম রেজা, মহিন উদ্দিন, যুগ্ম মহাসচিব আয়ুব আনসারী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাসিব উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পথিক হাসান সোহেল। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য মো. আলাউদ্দিন যোগ দিয়েছেন তৃণমূল বিএনপিতে।

অনুষ্ঠানে শমসের মবিন চৌধুরী বলেন, তৃণমূল বিএনপি সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা আন্দোলন করবো। আন্দোলন বহুরূপী হতে পারে। আন্দোলন মানেই যে রাস্তা-ঘাটে জ্বালাও পোড়াও করতে হবে, লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করতে হবে তা নয়। এমন আন্দোলনে তৃণমূল বিএনপি বিশ্বাস করে না।

তিনি বলেন, তৃণমূল বিএনপি একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করবে। নির্বাচনে তৃণমূল বিএনপি যদি একটি ভোটও পেয়ে থাকে তাহলে সেটি খাঁটি একটি ভোট। রাতের আঁধারে প্রশাসন থেকে কেউ সিল মেরে দেয়নি।

এনএস/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।