বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৫ জুন ২০২৪

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে নয়াপল্টনের ভিআইপি সড়কে হোটেল ভিক্টোরিয়ার সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

এ বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জাগো নিউজকে বলেন, কে বা কারা তিনটি ককটেল বিস্ফোরণ করেছে আমরা নিশ্চিত না। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি তবে কোনো আলামত পাইনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর সেখানে কালো ধোঁয়া দেখা যায়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

কেএইচ/টিটি/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।