৩৬ দিন পর কারামুক্ত যুবদল সভাপতি টুকু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০৫ জুন ২০২৪

একমাস ৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এসময় কারাফটকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

সুলতান সালাউদ্দিন টুকু কারাগার থেকে সরাসরি বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যান। সেখানে বিএনপি এবং অঙ্গ সহযোগী নেতাকর্মীরা টুকুকে ফুল দিয়ে বরণ করেন এবং সরকারবিরোধী স্লোগান দেন।

গত ২৯ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন চাইলে নিম্ন আদালত জামিন নামঞ্জুর করে টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কেএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।