উপজেলা নির্বাচন
আরও ৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির
দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কারণে দলের ৪৫ জন তৃণমূল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব চাওয়া হয়েছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রিজভী বলেন, সর্বশেষ যে ৪৫ জনকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে, তাদের তিন থেকে চারজন ভোট থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে নোটিশের জবাব দিয়েছেন।
আরও পড়ুন:
তিনি বলেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পরও যারা নির্বাচনে থাকবেন, আগের দুই ধাপের মতোই তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট করায় ৮০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দ্বিতীয় ধাপে বহিষ্কার করা হয় ৬১ জনকে। এখন তৃতীয় ধাপে ৪৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।
প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় বিএনপির ২৮ জন নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তাদের মধ্যে জয়ী হন ৭ জন।
কেএইচ/এসএনআর/এএসএম