শাস্তি কমানোর আবেদন সাকিবের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া শাস্তি কমাতে আবেদন করেছেন সাবিক আল হাসান। রোববার বেলা সাড়ে বারোটার দিকে বিসিবিতে এসে পৌঁছান সাকিব। লিখিত আকারে এরপর বিসিবি বরাবর শাস্তি কমানোর আবেদনপত্র জমা দেন তিনি।
সাকিব আল হাসানকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭ জুলাই আগামী ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এছাড়াও আগামী দেড় বছর দেশের বাইরে তার খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিসিবি। এদিন বিসিবির বোর্ড মিটিং এ শুনানি শেষে সাকিবের বিষয়ে এ সিদ্ধান্ত আসে।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সাকিব ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের দাবি, ‘বিসিবি রাজনীতির বলি করা হয়েছে সাকিবকে।’
সাকিব এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও পরবর্তীতে তিনি সাজা কমানোর আবেদন করার সিদ্ধান্ত নেন। বিসিবি থেকেও এ ব্যাপারে ‘গ্রিন সিগনাল’ মেলে।
এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট না নিয়ে সিপিএল খেলতে বাংলাদেশ ত্যাগ ও পরবর্তীতে একটি মন্তব্য করে ফেঁসে যান সাকিব।
ক্রিকেট থেকে অবসর নিয়ে হলেও সিপিএল খেলবেন, এমন মন্তব্য করা সাকিবের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তবে বিসিবির তলব পেয়েই ইংল্যান্ড থেকে দেশে ফেরেন সাকিব। ইংল্যান্ড থেকে সোজা এসে পৌঁছান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এসময় সাংবাদিকদের সাকিব বলেন, ‘সবই ভুল বোঝাবুঝি। সবই ঠিক হয়ে যাবে। আমার মনে হয় আমি তেমন বড় কোনো ভুল করিনি।’