তেলের দাম কমার সম্ভাবনা নেই : অর্থমন্ত্রী


প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৪

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে তেলের দাম কমার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বিকেলে সিলেট নগরীর নয়াসড়কস্থ খ্রিস্টান মিশনের পুনঃসংস্কার কাজ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে সে তুলনায় অনেক কম ছিল। এখন আন্তর্জাতিক বাজারে কমেছে। কিন্তু এটা বেশিদিন টিকবে না। হঠাৎ করে আবার বেড়ে যেতে পারে। সুতরাং, তেলের দাম কমার আপাতত কোন সম্ভাবনা নেই। দাম না কমালে রাজস্ব আয় বাড়বে।

যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রাক বড়দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বিগত ৫ বছর ধরে দেশে শান্তি বিরাজ করছে। ধীরে ধীরে দারিদ্র্য কমেছে। আগামী ৫ বছরও দেশের শান্তি বিরাজ করবে।

অর্থমন্ত্রী আরও বলেন, ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসে আমরা লাখো শহীদের জীবনের বিনিময়ে বিজয় অর্জন করেছি।

এ সময় ধর্মপাল বিজয় বিষপ এন.ডি’ ক্রুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্যপরিষদ সিলেটের সভাপতি অসিত ভট্টাচার্য্য, স্থানীয় কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ ও শাহানারা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।