অলি আহমদ

খালেদার মুক্তির জন্য সরকারের যে কারও সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২০ এপ্রিল ২০২৪
দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারও সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মতো এত গুণে গুণান্বিত একজন গুণী এবং সর্বজনীন গণতন্ত্রের রূপকার সাবেক প্রধানমন্ত্রীকে বিনা দোষে কারাগারে রেখে যে অন্যায় করছেন, একদিন আল্লাহর কাছে কী জবাব দেবেন?’

শনিবার (২০ এপ্রিল) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি চাই, আমি একজন বীর বিক্রম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমার অনুরোধ। খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদের সঙ্গে আমি যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত।’

সভায় আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার, নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, কিউ স্যাকলায়েন, হামিদুর রহমান খান, উপদেষ্টা মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, সাংস্কৃতিক দলের নেতা মাসুদ প্রমুখ।

কেএইচ/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।