ক্ষতিপূরণ থেকে রেহাই পেল অ্যাপল
আইপড ‘অ্যান্টি-কম্পিটিশন’ মামলা থেকে রেহাই দেয়া হয়েছে মার্কিন শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে। মামলায় আইটিউনস সফটওয়্যার আপডেটের মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানের মিউজিক স্ট্রিমিং সেবা ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি ও গ্রাহকদের বঞ্চিত করার অভিযোগ আনা হয়েছিল। সাম্প্রতিক সময়ের আলোচিত ওই মামলায় অ্যাপলকে নির্দোষ বলে রায় দেন ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের ডিস্ট্রিক্ট আদালতের জুরি বোর্ড। মামলায় হারলে অ্যাপলকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হতো।
আইপড ব্যবহারকারীদের অন্যায়ভাবে অন্য প্রতিষ্ঠানের মিউজিক স্ট্রিমিং সেবা ব্যবহার থেকে বঞ্চিত করায় ক্ষতিপূরণ হিসেবে ৩৫ কোটি ডলার দাবি করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ‘অ্যান্টি-কম্পিটিশন’ মামলায় দোষী প্রমাণিত হলে তিন গুণ জরিমানা দিতে হয় দোষী প্রতিষ্ঠানকে। ফলে ১০০ কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণ দেয়ার শঙ্কায় ছিল মার্কিন প্রতিষ্ঠানটি।
২০০৬-০৯ সালের মধ্যে আইটিউনস সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীদের পরোক্ষভাবে আইপড কিনতে বাধ্য করেছিল বলে অভিযোগ করেছিলেন বাদীপক্ষের আইনজীবীরা। এছাড়া কৃত্রিমভাবে আইপডের দাম বাড়ানোর অভিযোগও আনা হয়েছিল অ্যাপলের বিরুদ্ধে। মামলার তথ্য-প্রমাণ হিসেবে ২০১২ সালে প্রয়াত অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবসের ই-মেইল ও ভিডিও কনটেন্ট উপস্থাপন করা হয়েছিল।
অবশ্য এ ক্ষেত্রে অ্যাপলের ব্যাখ্যা ছিল, আইপড গ্রাহকদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সেবা থেকে বঞ্চিত করার জন্য নয়, বরং নিজেদের সেবার মানোন্নয়নে আইটিউনস সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ ৭.০ উন্মুক্ত করা হয়েছিল। এছাড়া অ্যাপলের আইপড গ্রাহকদের তথ্যের নিরাপত্তার বিষয়টিকেও সে সময় গুরুত্ব দেয়া হয়েছিল।
সম্প্রতি ই-বুক অ্যান্টি-ট্রাস্ট মামলা নিয়েও একটি সমঝোতায় আসে অ্যাপল।