সমাবেশ শেষে বুয়েটে ছাত্রলীগ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ৩১ মার্চ ২০২৪

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ শেষে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে যান সংগঠনটির নেতাকর্মীরা। পরে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েট ক্যাম্পাস চলে যান।

রোবাবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার পর বুয়েটে আসে ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের শীর্ষ নেতারা।

সমাবেশ শেষে বুয়েটে ছাত্রলীগ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

এর আগে দুপুরে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গৃহীত অসাংবিধানিক,মৌলিক অধিকার পরিপন্থি শিক্ষাবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ।

বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে প্রতিবাদসহ ৬ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করছেন বুয়েটের শিক্ষার্থীরা।

২০১৯ সালের অক্টোবরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এনএস/জেএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।