‘কবজা করতে না পেরে শফিক রেহমানকে গ্রেফতার’
জ্যেষ্ঠ সাংবাদিক ও উপস্থাপক শফিক রেহমানের গ্রেফতার হওয়া প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘শফিক রেহমান সত্য উচ্চারণে অবিচল ও সাহসী এক কলমযোদ্ধা। সে কারণে তাকে কবজা করতে না পেরে গ্রেফতার করা হয়েছে। এটি সরকারের চরম স্বেচ্ছাচারিতারই বহিঃপ্রকাশ।’
শনিবার সকালে শফিক রেহমান গ্রেফতার হওয়ার পর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এসব কথা বলেন খালেদা জিয়া। সাংবাদিক শফিক রেহমানের মুক্তিও দাবি করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় শনিবার সকালে গ্রেফতার হওয়া শফিক রেহমানকে পাঁচদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। দুপুরে তাকে ঢাকা সিএমএম কোর্টে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিবৃতিতে খালেদা জিয়া আরো বলেছেন, ‘তাকে গ্রেফতার করা হয়েছে এ জন্য যে, তিনি বর্তমান শাসকগোষ্ঠীর অনাচার, ব্যর্থতা ও কূপমণ্ডূকতার বিরুদ্ধে অবিচল নির্ভয়ে লিখে যান। ঘৃণ্য এই অপকর্ম করার আরেকটি কারণ হলো— বর্তমান সরকারপ্রধানের গণবিরোধী, অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী নীতি শফিক রেহমান তার শাণিত লেখনীর দ্বারা ফুটিয়ে তোলেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাক্, ব্যক্তি, লেখনী, ভাষণ, মুদ্রণের স্বাধীনতাসহ জনগণের সকল গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশে শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করবেন না। আপনি কখনোই শফিক রেহমানের মতো ঋজু ও আত্মশক্তিতে বলীয়ান কলমযোদ্ধাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে পর্যুদস্ত করতে পারবেন না। কারণ, আপনার সরকার আজ গণবিচ্ছিন্ন ও জনগণের শত্রুপক্ষ।’
আরেক বিবৃতিতে খালেদা জিয়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান।
এএস/এনএফ/পিআর