জোর করে ক্ষমতায় বসেছে শেখ হাসিনা : খালেদা
শেখ হাসিনা জোর করে ক্ষমতায় বসেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের কনভেশনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা জোর করে ক্ষমতায় বসেছে। ৫ জানুয়ারিতে কোনো নির্বাচন হয়নি। মইন-ফখরুদ্দিন তাকে এনেছে। লুটপাটের রাজনীতি আবার তারা শুরু করছে।
খালেদা জিয়া বলেন, ওই নির্বাচনে লোকজন ছিল না। কোনো কোনো কেন্দ্রে কুকুর শুয়ে থাকতে দেখা গেছে। এগুলো বিভিন্ন মিডিয়ায় এসেছে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এত জুলুম করেছে যে জনগণ ভোট দেবে না। এ সরকার সম্পূর্ণ ভাবে অবৈধ। এ সরকারে যে আইন পাস হচ্ছে তা অবৈধ।