কারামুক্ত হলেন জামায়াতের আমির শফিকুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১১ মার্চ ২০২৪
কারাগার গেটের সামনে জামায়াতে ইসলামীর আমির সঙ্গে দলের অন্যান্য নেতারা

দীর্ঘ ১৪ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

সোমবার (১১ মার্চ) বিকেল সোয়া ৩টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

বিজ্ঞাপন

তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেফতারের সময় সব মামলায় জামিনে ছিলেন তিনি। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

কেএইচ/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।