জাপার রওশনপন্থিদের সম্মেলন চলছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ০৯ মার্চ ২০২৪

জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের একাংশ নিয়ে সম্মেলন করছেন দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ।

শনিবার (৯ মার্চ) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সম্মেলন শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।

সম্মেলনে যোগ দিয়েছেন মহাসচিব কাজী মামুনুর রশীদ, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সাইদুর রহমান টেপা, ভাইস চেয়ারম্যান ইয়াহ ইয়া চৌধুরী, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ প্রমুখ।

এছাড়া যোগ দিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। রওশন এরশাদ দুপুর ১২টা ৪০ মিনিটে সভাস্থলে আসেন। এসময় তাকে গান গেয়ে স্বাগত জানান নকুল কুমার বিশ্বাস।

রাজধানী ছাড়া ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ব্যানার-ফেস্টুন।

এসএম/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।