জাতীয় পার্টি

ভাবির সম্মেলনে অংশ না নিতে দেবরের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৬ মার্চ ২০২৪
রওশন এরশাদ এবং জি এম কাদের

আগামী ৯ মার্চ সম্মেলন ডেকেছেন জাতীয় পার্টির রওশন এরশাদের অনুসারীরা। তবে ওই সম্মেলনে নেতাকর্মীদের অংশ না নিতে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জি এম কাদের।

বুধবার (৬ মার্চ) জাতীয় পার্টির (জিএম কাদেরপন্থি) যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নির্দেশনা ও আহ্বান ছাড়া অন্য কারও আহ্বানে এবং জাতীয় পার্টির নাম ব্যবহার করে ঢাকায় বা অন্য কোনো স্থানে আয়োজন করা কোনো সম্মেলন, সভা, সমাবেশ কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করার অনুরোধ করা হলো।’

এতে আরও বলা হয়, ‘জাতীয় পার্টি জি এম কাদের এবং মুজিবুল হক চুন্নুর গতিশীল নেতৃত্বে এক ও ঐক্যবদ্ধ। সব অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পার্টির সব স্তরের নেতাকর্মীদের তথাকথিত কোনো স্বার্থান্বেষী কুচক্রীমহলের অবৈধ ও অগঠনতান্ত্রিক আহ্বান বা প্ররোচনায় সাড়া না দেওয়ার এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো।’

এসএম/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।