প্রতিকূলতার মধ্যেই জাতীয় পার্টি টিকে থাকবে : এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য দলের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের প্রতি নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হবে। অতীতে জাতীয় পার্টির উপর সীমাহীন অত্যাচার-নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। তারপরও আমরা টিকে আছি এবং দেশ ও জাতির স্বার্থেই জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে।
এরশাদ মঙ্গলবার তার বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপিসহ প্রেসিডিয়াম সদস্যরাও বক্তব্য রাখেন।
সভায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আমি আজ জীবনের শেষপ্রান্তে এসে পৌঁছেছি। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নাই। এবার আমি দলকে প্রতিষ্ঠিত করে যেতে চাই।
তিনি বলেন, ’৯০ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়ার পর আমার উপর এবং আমার দলের উপর নির্যাতন-নিপীড়ন নেমে এসেছিল। আমরা কেউ স্বাভাবিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই। আমি এবং দলের অনেক মন্ত্রী, এমপি কারাগারে কিংবা মামলা-হুলিয়া মাথায় নিয়ে নির্বাচন করেছি।
এরশাদ বলেন, আমরা গণতন্ত্রের চর্চা করেই রাজনীতিতে টিকে আছি। যারা আমাদের উপর অগণতান্ত্রিক এবং প্রতিহিংসামূলক আচরণ করেছে- তারা এখন রাজনীতিতে বিলীন হয়ে যাবার পথে উঠেছে। একেই বলে প্রকৃতির প্রতিশোধ।
হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, আগামী নির্বাচনই হয়তো হবে আমার শেষ নির্বাচন কিংবা এবারের কাউন্সিলই হবে হয়তো আমার শেষ কাউন্সিল। তাই এই কাউন্সিলের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি গঠন করে সেই কমিটির নেতৃত্বেই আগামী নির্বাচনে আমাদের অংশগ্রহণ করতে হবে।
এসএ/বিএ