জনগণ ভোট বর্জন করেছে, এখন কী করবে বিএনপি বলে দিক: সুব্রত চৌধুরী
বিএনপির আহ্বানে সাধারণ মানুষজন ভোট কেন্দ্রে যায়নি উল্লেখ করে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগকে জনগণ লাল কার্ড দেখিয়েছে। এখন বিএনপি নেতাদের ভূমিকা দেখানো প্রয়োজন। তারা বলে দিক জনগণ এখন কী করবে।’
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের আয়োজনে ‘গণতন্ত্র, মানবাধিকার-ভোটের অধিকার চাই’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘৪২ এর দুর্ভিক্ষে মানুষ লতাপাতা ও কচুমুখী খেতো। এখন নরেন্দ্র মোদি সীমান্তে কচুমুখী পাঠিয়ে দুর্ভিক্ষ তরান্বিত করছেন। বাংলাদেশকে গিলে ফেলেছে ভারত। ফখরুদ্দিন, মইনুদ্দিন সরকার ও ভারতের গোয়েন্দা সংস্থা মিলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কাজ করেছে।’
সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নোমান। এছাড়াও জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এএএম/ইএ/জিকেএস