ইট মারলে পাটকেল খেতে হবে : ফখরুল


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১৮ ডিসেম্বর ২০১৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেছেন, ‘ইট মারলে পাটকেল খেতে হবে। তারেক রহমান ইতিহাসের কিছু সত্য তুলে ধরেছেন মাত্র, তাতেই এতো গাত্রদাহ কেন?

বৃহস্পতিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্র কনভেনশনের প্রথম ধাপের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কনভেশন সকাল ১০ টায় শুরু হয়। সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে ‘৯০-এর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) এবং তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের’ উদ্যোগে রাজধানীতে সাবেক ও বতর্মান ছাত্রনেতাদের নিয়ে ছাত্র কনভেনশন শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জাতিকে বিভ্রান্ত করছেন। আপনারা কাকে রাজাকার বলেন নাই? তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান, একে খন্দকার- কাউকেই আপনারা সম্মান দেন না।

কনভেনশনের দ্বিতীয় ধাপে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।