যদি বিজয়ী হতে পারতাম, আমার মনটা অনেক বড় হতো: সালমা ইসলাম
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, আমি আবারও এসেছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন, সম্মানের ক্ষেত্রে লড়াই করাটা খুব আনন্দের। যদি আজকে বিজয়ী হতে পারতাম, আমার মনটা অনেক বড় হতো। আমি আনন্দ পেতাম খুব বেশি। আমি তো লড়াই করেছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা কেন অলংকার হবো? আমরা তো বিরোধী দলের। আমরা সবসময় সমালোচনাটাই করবো। আমাদের তো জনগণের পাশে থাকতে হবে। আমরা ভালোকে অবশ্যই ভালো বলবো। যেটা ভালো না সেটি আমরা তুলে ধরবো।
সালমা ইসলাম বলেন, একটা জিনিসই আমি বলবো, আমার জন্য দোয়া করবেন, আমি চেষ্টা করবো, জনগণের পাশে থাকবো। জনগণের কথা তুলে ধরবো।
এমওএস/এসএনআর/জেআইএম