রওশনপন্থিদের মুখপাত্র হলেন সুনীল শুভ রায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪

জিএম কাদেরের জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া বিশিষ্ট সাংবাদিক সুনীল শুভ রায়কে দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থিদের মুখপাত্র করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে রওশন এরশাদের অনুমোদনক্রমে দলের নবনিযুক্ত মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ এ নিয়োগ দেন।

এতে বলা হয় প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জাতীয় পার্টির মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হলো। এখন থেকে জাতীয় পার্টির যাবতীয় প্রেস ও মিডিয়া সম্পর্কিত সব দায়িত্ব নবনিযুক্ত মুখপাত্রের ওপর ন্যস্ত করা হলো। চেয়ারম্যানের সিদ্ধান্তক্রমে এ নিয়োগ ঘোষণার পর থেকেই কার্যকর বলে জানানো হয়।

এর আগে গত ১২ জানুয়ারি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে দলের সব পদ-পদবী থেকে অব্যাহতি দেন জিএম কাদের।

এসএম/এসআইটি/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।