সংসদ ভেঙে নতুন নির্বাচন দাবি গণঅধিকার পরিষদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১২ জানুয়ারি ২০২৪

সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে গণধিকার পরিষদ।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিজয় নগরে এ দাবিতে দলটির পক্ষ থেকে গণমিছিল বের করা হয়। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার পলওয়েল মার্কেট পল্টন থানার সামনে দিয়ে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হয়ে ফের নাইটিঙ্গেল মোড় গিয়ে শেষ হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ এবং দ্বাদশ সংসদকে ‘ডামি সংসদ’ আখ্যা দেন তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের নেতারা, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানান।

কেএইচ/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।