ফাইনাল হয়ে গেছে, এখন হবে নতুন খেলা: ওবায়দুল কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খেলা শেষ। ফাইনাল হয়ে গেছে ৭ জানুয়ারি। কী হলো? বিএনপি একটা ভুয়া দল। তাদের আন্দোলন ভুয়া। তাদের কর্মসূচি ভুয়া। তাদের ২৮ দফা ভুয়া। এক দফা ভুয়া। তাদের আরাফি বাইডেনের উপদেষ্টা ভুয়া। বিএনপিও ভুয়া। তাদের নেতা তারেক আসল ভুয়া। তার ডাক লন্ডন থেকে কেউ শোনে না। তাদের বর্তমান ও ভবিষ্যৎ ভুয়া।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রতাবর্তন দিবসে বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের খেলা শেষ, এখন নতুন খেলা। এখন খেলা হবে রাজনীতির। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। খেলা হবে জঙ্গিবাদের বিরুদ্ধে। খেলা হবে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে। খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে।

এসইউজে/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।