আওয়ামী লীগের সমাবেশ ঘিরে মোড়ে মোড়ে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ ঘিরে আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা।

বুধবার (১০ জানুয়ারি) দুপুরে সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শাহবাগ মোড়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট, হাইকোর্ট, দোয়েল চত্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

সমাবেশে জনসাধারণের প্রবেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি গেট নির্ধারণ করে রাখা হয়েছে। সমাবেশে প্রবেশের ক্ষেত্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য নির্ধারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গেটে দায়িত্বরত ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম জাগো নিউজকে বলেন, সমাবেশকে ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। সমাবেশস্থলে প্রবেশের ক্ষেত্র প্রথমে পুলিশি চেকপোস্ট, পরে এসবির চেকপোস্ট এরপর এসএসএফের চেকপোস্ট রাখা হয়েছে।

আওয়ামী লীগের এই সমাবেশে দুপুর আড়াইটায় প্রধনামন্ত্রী শেখ হাসিনার উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এনএস/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।