ভোটারদের আস্থার প্রতিদান দিতে চান ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১০ জানুয়ারি ২০২৪

দল ও ভোটাররা যে আস্থা রেখেছেন তার প্রতিদান দিতে চান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই নির্বাচিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ঢাকা-১০ আসনে ফেরদৌস জয়ী

ফেরদৌস বলেন, আমার ওপর যে বিশ্বাস আস্থা দল ও ভোটারসহ এলাকাবাসী রেখেছেন তার প্রতিদান যেন দিতে পারি। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাবো। আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি বিশেষ করে আমার ঢাকা-১০ আসনের নাগরিকদের জন্য অর্পিত দায়িত্ব পালন করতে পারি।

তিনি বলেন, ঢাকা-১০ এর আওয়ামী লীগ নেতাকর্মী ও বিশেষ করে ব্যারিস্টার তাপসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঢাকা-১০ কে উন্নয়নে দশে দশ রাখার চেষ্টা করবো।

আইএইচআর/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।