গুঞ্জন উড়িয়ে কালই শপথ নিচ্ছেন জাতীয় পার্টির ১১ এমপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

আগামীকালই শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। বিষয়টি মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাগো নিউজকে জানিয়েছেন দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

তিনি বলেন, পূর্বঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।

আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের একাদশ সংসদের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন>> জাতীয় পার্টির এমপিদের শপথ না নেওয়ার গুঞ্জন

এসএম/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।