৭১ দিন পর খুলছে খালেদা জিয়ার গুলশান কার্যালয়
২৮ অক্টোবরের সংঘাতের পর বন্ধ হয়ে যায় বিএনপি অধিকাংশ কার্যালয়। বিশেষ করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেতাকর্মীদের যাওয়া বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় কার্যালয় এখনো বন্ধ থাকলেও সোমবার (৮ জানুয়ারি) ৭১ দিন পর খুলছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়।
এদিন বেলা ১১টায় দলটির পক্ষ থেকে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।পাশাপাশি তাদের চলমান আন্দোলন কর্মসূচির বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শায়রুল বলেন, বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বক্তব্য দেবেন। সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান থাকবেন।
শায়রুল জানান, দুপুর ১২টায় ১২ দলীয় জোটের পক্ষ থেকে তোপখানা রোডে কালো কাপড় মুখে বেঁধে মৌন মিছিল, প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট একই কর্মসূচি পালন করবে। বিকেল ৩টায় মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এলডিপির সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান অলি আহমদ বক্তব্য রাখবেন।
কেএইচ/এমআইএইচএস/জিকেএস