হরতালের সমর্থনে রাজধানীর ৪০ স্থানে জামায়াতের মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ০৬ জানুয়ারি ২০২৪

৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। এসময় জামায়াত নেতারা নির্বাচন প্রত্যাখান করতে সবাইকে ভোটদানে বিরত থাকার আহ্বান জানান।

কর্মসূচি পালনকালে জামায়াত নেতারা বলেন, ‘নির্বাচনের নামে সার্কাস ও চর দখলের ষড়যন্ত্র মোকাবিলায় বীর জনতা রাজপথে নেমে এসেছে। তারা ঘোষিত হরতাল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করে সরকারের পাতানো ও প্রহসনের নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখান করেছে। তারা এ নীল নকসার নির্বাচন প্রতিহত করতে সবাইকে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানান।

এদিকে হরতালের সমর্থনে রাজধানীর আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, মগবাজার, সাতরাস্তা, আজমপুর, কাফরুল, বিমানবন্দর, পান্থপথ, মালিবাগ, উত্তরা, বাড্ডা ১০০ ফিট, আব্দুল্লাহপুর, শেওড়াপাড়া, মিরপুর ৬০ ফিট, তেজগাঁও, কালশি, শাহ আলী, মিরপুর ১, মিরপুর আনসার ক্যাম্প, রামপুরা, মিরপুর ১৩ এবং গুলশানসহ এসব এলাকায় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা মিছিল করেছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

কেএইচ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।